KABITA — MITREYA / MUKTADHARA

কবিতা — মৈত্রেয় / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  MITREYA  MUKTADHARA

কবিতা / মুক্তধারা

মৈত্রেয়
দেবাশিস ভট্টাচার্য

ধ্যানের পরিবর্তে এই মৌনতা তোমার,  মৈত্রেয়---
তোমার মুঠোয় ধরা সেই সব শুভকাল
মৈত্রেয়, তোমার পাদদেশে প'ড়ে আছে ভূমিষ্ঠ      কঙ্কাল

আজ অলঙ্কারহীন গৃহ তোমার
তবু সমাপ্তির আলোর মতো শান্তি সেখানে

একদিন ধ্যানবিন্দু থেকে হাত নেড়েছিলে যুবদের দেখে
আলোতে চাঁদের ভার পড়েছিল ক্ষেতে
চাঁদটা রেখে সেই ভূমিটা জ্বালিয়ে দিল যখন---
মুখ থুবড়ে পড়েছিল তোমার রাজকার্য পালন।
তখন থেকেই চাঁদের আলো পাথর হয়ে গেছে
ইতিহাস পচে গেলে সভ্যতা কাঁদে ---

মৈত্রেয়ে, অন্ধকারে ফুটে বেরোয় আজ মৃত্তিকার হাড় 
সেদিন থেকেই টলছে জলে মাঝির সংসার

ধ্যানমগ্ন তুমি আজ রোগশয্যায় আছো, 
রোগশয্যার পাশে তোমার অনেক লোকের ভিড়
তারা হাসছে, কাঁদছে, কথা বলছে লুকিয়ে রেখে তির

ধ্যানমগ্ন মুঠোয় তোমার এখনও সংগ্রাম 
মৈত্রেয়, আজও তোমার বুকে জেগে আছে সেই মফঃস্বল - গ্রাম। 

Comments :0

Login to leave a comment