KABITA — PALASH POREL / MUKTADHARA

কবিতা — আবাদের গল্প / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  PALASH POREL  MUKTADHARA

কবিতা / মুক্তধারা

আবাদের গল্প 
পলাশ পোড়েল

আজ সেই যুবতী মাটির ভালোবাসার ডাকে
বীজেদের চুম্বনে ঘুমন্ত মাটি জাগে
বৃষ্টি ছুঁয়ে যায় বৃষ্টি স্পর্শ করে সোহাগে
পুরুষ্ট বীজের ভিজে মাটির স্বপ্ন বুকে। 
কচি অঙ্কুরে জেগে থাকে সারাক্ষণ ভাষা
সাজ সাজ রবে অঘ্রাণের মাঠ কাদাজল মেখে
জল শুষে নিতে নিতে রাত পোহায়
কৃষকের ঘরে ঘরে আঁকিবুঁকি রোদ এলো সুখে। 
সযত্নে আগলে রাখে প্রত্যাশা
জেগে থাকে বিন্দু বিন্দু শিশিরের মতো ঘাম
পাতায় পাতায় সবুজে সবুজে বিমল ছন্দে
খুশি ঝরে চোখের কোণে টাপুর টুপুর নিত্য বাদল। 
উড়ে যায় হালকা বাতাস নিঃশ্বাসে বুক ভরে
হাওয়ায় দুলছে দুধপুষ্ট কনক চাঁপা ধান
গানের সুরে সুরে আকাশে আবাদের গল্প
হাতে হাতে তালে তালে বেজে ওঠে ধামসা মাদল।

Comments :0

Login to leave a comment