KABITA — PRETAM MAZUMDAR / MUKTADHARA

কবিতা — বড়বাবু / প্রীতম মজুমদার / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  PRETAM MAZUMDAR  MUKTADHARA

কবিতা / মুক্তধারা

বড়বাবু 
প্রীতম মজুমদার

বাবু নামলেন রেলস্টেশনে
খেতে যাবেন ভোজ।
হাতে একটি সুটকেস তাই
চাই যে কুলির খোঁজ।

এদিক ওদিক ঘোরায় মাথা
দেখে স্টেশন ফাঁকা,
জনমানবহীন এই স্টেশনে
বৃথাই চেঁচিয়ে ডাকা।

হাল ছাড়ে না, তবুও চেঁচায়
"কুলি, কুলি, কুলি"!
'রসিক মানুষ!' ব্যঙ্গ করে
কয়েকটি বুলবুলি।

পরমুহূর্তেই একটি ব্যক্তি
আসে তারই কাছে
লোকটিকে দেখে ডাক্তারবাবু
হাঁফ ছেড়ে যেনো বাঁচে।

'যেতে হবেনা বেশি দূরেতে
এইতো একটু কাছে,
ঐযে শেষে দেখো
একটা গাড়ি দাড়ানো আছে।

পৌঁছে গিয়ে, দেখে শহুরে 
পথ যে আঁকাবাঁকা,
বিরক্ত মুখেই জানতে যে চান
'হলো কত টাকা?'

'অঙ্ক কষলে অনেকটা ভাই
দিতে হবে না মূল্য।
বড়বাবুর ছোটকাজটি কি
টাকার সঙ্গে তুল্য?'

'প্রীতমের সঙ্গে অভদ্রতা
সাহস কোথায় পাও?
এতই যদি সাহস
তবে নামটা বলে যাও।'

পরনে ধুতি, গায়েতে চাদর
চোখখানি তার ডাগর,
নির্লিপ্ত মুখে বললেন হেসে
"আমি বিদ্যাসাগর"।।



 

Comments :0

Login to leave a comment