KABITA — SONALI BHARATER SAMBAL / MUKTADHARA

কবিতা — শেখ কামাল উদ্দীন / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  SONALI BHARATER SAMBAL  MUKTADHARA

কবিতা

সোনালী ভারতের সম্বল 
শেখ কামাল উদ্দীন
 


‘ওরে, বল রে তোরা বল’ 
ধর্ম ধ্বজাধারীদের দল
মরণকালে চাইছে যখন জল
তারা হিন্দু! নাকি মুসলমান?

আযানের ধ্বনি আর পুরোহিতের বাণী
আহতের আর্ত চিৎকারে চাপা পড়ে যায়। 
মানুষকে বাঁচাতে চেষ্টা করে মানুষ, যে অসহায়–
না জেনে তার ধর্মের কোনো পরিচয়।

লাশের স্তূপের উপর লাশ, শুধু লাশ
দুর্গন্ধে ভরে উঠেছে বাহানাগার বাতাস
চিনে নিতে পারার নেই কোন অবকাশ!
তারা হিন্দু! নাকি মুসলমান?

মন্দির কাজে এলো না, মসজিদে জায়গা হলো না! মৃতেরা হাসপাতালের মর্গে শুয়ে স্বজনের অপেক্ষায়।
বাইরে পরিজন কাতরায়, আয় বাবা আয়।
আর রক্তাক্ত বাবা মৃত শিশুর মুখে চুমু খায়।।

একরত্তির কান্নার শব্দে রাত্রির অন্ধকারে আশার আলো।
সব শেষ হয়ে যায়নি, জ্বালো, জ্বালো, প্রদীপ জ্বালো।।
ভবিষ্যৎ বেঁচে আছে, মনে বল আনো, বল।
হিন্দু মুসলমান নয়, এই শিশুই সোনালী ভারতের সম্বল।।

(সম্প্রতি উড়িষ্যার বাহানাগায় করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রেক্ষিতে)

Comments :0

Login to leave a comment