KABITA — SUSMITA GHOSH / MUKTADHARA

কবিতা — প্রশ্নের মুখে নারী / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA   SUSMITA GHOSH  MUKTADHARA

কবিতা  / মুক্তধারা

প্রশ্নের মুখে নারী 
সুস্মিতা ঘোষ

প্রশ্ন জাগে মনে 
         সমাজের আলোরণে 
কোন পরিচয়ে আজ নারী ? 
         সেকি শুধুই গর্ভধারী !
তাঁর গর্ভ থেকে জন্ম নেয়
         পৃথিবীর এক প্রাণ ;
অথচ সেই মায়ের জীবন
         লড়াইয়ের ময়দান ।
নারী বলে কী দূর্বল সে 
         নারী বলে কী সম্ভা ? 
কেন মাতৃরূপী নারীর সমাজে
              চরম দুরাবস্থা ?

তাই প্রশ্ন করে মন 
         এতো ছলনার কি প্রয়োজন? 
সরল ভাষায় বলতে পারো 
         লজ্জা নাকি গর্ব - 
সমাজের দেওয়া কোন শিরনাম 
         নারীর শিরধার্য ?

Comments :0

Login to leave a comment