KABITA — TAPAN CHAKRABORTY / MUKTADHARA

কবিতা — ডিগ্রী বিকোয় / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  TAPAN CHAKRABORTY  MUKTADHARA


কবিতা

ডিগ্রী বিকোয়

তপন চক্রবর্তী

কি মজা, কি মজা 
মজায় মজি তাইরে
কলেজ স্ট্রিটে দেদার বিকোয়
ডিলিট পিএইচডি ভাইরে।

থাকে যদি জ্ঞান বুদ্ধি
এতোটুকু বিবেক রে
নামের আগে ডক্টরেট 
অবলীলায় লিখব যে।

ডিগ্রির প্রতি ভালোবাসা 
আশৈশব আমার রে
এতদিনে বিশ্ববিদ্যালয় 
ভালোবেসে ডিলিট দিল রে।

এই বঙ্গে সবই সম্ভব 
সবই হাতের মুঠোয়
নামের কাঙাল অনুপ্রেরণা 
কুড়োই যা কিছু ছুতোয়।

Comments :0

Login to leave a comment