KHUDIRAM — AGUNPAKHI / MANISH DEB - MUKTAGADHAYA

আগুনপাখি ক্ষুদিরাম — মনীষ দেব / ইচ্ছে — নতুনপাতা

ছোটদের বিভাগ

KHUDIRAM    AGUNPAKHI  MANISH DEB - MUKTAGADHAYA

ইচ্ছে — নতুনপাতা

আগুনপাখি ক্ষুদিরাম 
মনীষ দেব

ক্ষুদিরাম — ইতিহাস ভুলে তোমার ছবি আঁকছি। কাল ইতিহাস পরীক্ষা, তবুও — তোমাকে কাল আরও একবার মনে করবো, ইতিহাস তোমাকে যতই ভুলে থাক।
    এমন দিনে তারে বলা যায়
    এমন ঘনঘোর বরিষায়, 
    এমন দিনে মন খোলা যায়....
    ক্ষুদিরাম
তোমাকে ছুঁয়েই আগুনপাখি, সব ব্যথা ভোলা যায়। ছাউনি দিয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণধারা অবিরাম — রাত্রি বাড়ছে — রাত্রি বাড়ছে — বৃষ্টি বাড়ছে, তোমার ছবি 
আঁকতে আঁকতে ঘুমের দেশে। স্বপ্ন গুলি তোমার নতুন ছবি আঁকছে — তোমার সব স্বপ্ন আঁকছে....
 ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছে সেই ভোরের বেলা — একশো ষোলটা কান্না ভেজা শ্রাবণ শুধু ফেলে এসেছে সময় — এখনও তোমার ছবি সম্পূর্ণ করতে পারলাম 
না ক্ষুদিরাম — তোমার অসম্পূর্ণ, ছবি বুকে আবারও ক্লাসে যাব — ক্ষুদিরাম — তোমার অসম্পূর্ণ ছবি বুকে।
         — ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছে সেই ভোরের বেলা।

Comments :0

Login to leave a comment