কুম্ভে নিহত কত, নিখোঁজ কত? ঘটনার সতেরো দিন পরও স্পষ্ট উত্তর নেই। মূলস্রোতের সংবাদমাধ্যমে সে সংক্রান্ত খবর উধাও হয়ে গিয়েছে।
মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন বীরেন সিং-ও। রয়েছে কেবল সেটুকুই। জাতি সংঘর্ষে তছনছ মণিপুরের জনতাকে নিয়ে খবরও উধাও।
এমনকি হাতকড়া আর পায়ে বেড়ি পরিয়ে ক্রীতদাসের মতো ভারতের অবৈধ অভিবাসীদের ফেরানো নিয়ে রাজনৈতিক কিছু মন্তব্যের বাইরে সব চুপচাপ।
শেয়ার বাজারে ধস নেমেছে গত কয়েকদিন। কৃষির বাজারে ধস নামলে চোখ বুঁজে থাকলেও কর্পোরেট মিডিয়া শেয়ার বাজারের ওঠানামায় নজর রাখে। এবার তা-ও নেই।
কয়েকদিন প্রবল বেগে, বেলায় বেলায় আপডেট, দুই ইউটিউবারকে নিয়ে। একটি ইউটিউব শো-তে অশ্লীল মন্তব্য ঘিরে প্রতিবাদ হয়েছে সঙ্গত কারণেই। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক ফ্রেমে এঁদের একজন, রণবীর এলাহাবাদিয়ার ছবিও বেরিয়ে পড়েছে। সেসব চাপা দিতে এখন একাধিক রাজ্য থেকে বিজেপি সরকার পুলিশ পাঠাচ্ছে। খবরও তা নিয়ে।
শনিবারও এলাহাবাদিয়াকে নিয়ে খবর। এদিন আবার তাঁর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতির আইনজীবী পুত্র অভিনব চন্দ্রচূড়।
ইউটিউব-এ রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-র ক্লিপ ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় অনুষ্ঠানে বিচারক হিসেবে রণবীর এলাহাবাদিয়া অংশ নেওয়া এক মহিলাকে অত্যন্ত আপতিকর প্রশ্ন করে। অনেকেই জানাচ্ছেন পশ্চিমের দেশ তেকে এমন অনুষ্ঠানের ধারণা ধার করা, টেলিভিশন চ্যানেলের বেশিরভাগ ‘রিয়েলিটি শো’-র মতো।
বিভিন্ন মাধ্যমে বিনোদনের নামে এমন ‘ডার্ক কমেডি’ নতুন নয়। বড় অংশের অভিযোগ, রসিকতার নামে চলছে স্থূল আদি রসাত্মক বাক্যবিনিময়, কোনো রাখঢাক না রেখে। স্পর্শকাতর বিষয় নিয়ে এমন অনুষ্ঠানে অত্যন্ত অমর্যাদাকর মন্তব্যও করা হয় প্রায়ই। এমনকি ইউটিবারদের একটি বড় অংশও বিপক্ষে মত জানাচ্ছেন। বস্তুত সরকার এসব ব্যাপারে চোখ বুঁজেই রয়েছে।
এখন যদিও আলোচনা, সময় রায়নার এবং রণবীর এলাহাবাদিয়ার জেল হওয়া উচিত না ফাঁসি। তা নিয়ে মজেও রয়েছে বিভিন্ন মাধ্যম। অথচ ঠিক এখনই ভারতের এইচইউআই ইনডেক্স বা বায়ুদূষণ সূচক অত্যন্ত খারাপ। বিভিন্ন মেট্রো শহরে বিপজ্জনক সীমা, ৩০০ থেকে ২০০, মধ্যে ঘোরাফেরা করছে। আমাদের রাজ্যে জাল স্যালাইনের কাণ্ডে দুর্নীতি সামনে এসেছে।
এলাহাবাদিয়া কাণ্ডের দাপটে এসবকেই যেন ‘কিছুই নয়’ বলে দেওয়া হচ্ছে।
অনেকেই মনে করাচ্ছেন যে কৌশল নতুন নয়। ‘বিদেশি’, ‘বাংলাদেশি’, ‘গোমাংস’, ‘আমিষ-নিরামিষ’, বাঙালি-অবাঙালি’, ‘হিন্দু-মুসলিম’- এমন বিষয়ে বিতর্কের ঝড় তুলেও আড়ালে পাঠানো হয় দাম, কাজ, মজুরি, ফসলের দামের মতো বিষয়কে।
India's get Latent
এলাহাবাদিয়া বিতর্কের আড়ালে কুম্ভ, মণিপুরও
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24172/67b091a3c5a76_WhatsApp-Image-2025-02-15-at-16.58.48_668d0955.jpg)
×
Comments :0