সিরিয়া এবং ইরাকে হামলার কড়া নিন্দা করল চীন এবং রাশিয়া। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে দু’দেশই সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। দু’দেশেরই বক্তব্য, মধ্য প্রাচ্যে নিজের ক্ষমতা জাহির করতে দু’দেশে বিমানহানা চালিয়েছে জো বাইডেন প্রশাসন।
গত সপ্তাহে ইরাক এবং সিরিয়ার ৮৫ জায়গায় বিমান হামলা চালায় আমেরিকা। আমেরিকার যুক্তি, জর্ডনে তাদের সেনাঘাঁটিতে ইরানের মদতপুষ্ট সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছিল। তিন সেনার মৃত্যু হয়েছে। সেই হামলার বদলা নিতে ইরানের মদতপুষ্ট সশস্ত্র বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে বিমানহানা হয়েছে। ইরান যদিও তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ‘‘গাজায় ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণের জেরে উত্তাপ ছড়াচ্ছে পশ্চিম এশিয়ার অন্যান্য প্রান্তে। উত্তেজনা প্রশমিত করার বদলে আমেরিকা নিজেদের শক্তি দেখাতে বেশি তৎপর।’’
সিরিয়া এবং ইরাক, দু’দেশই মার্কিন বিমানহানার কড়া প্রতিবাদ জানায় আগেই। দু’দেশই জানিয়ে আমেরিকার বিমানহানায় বহু সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে। নেবেনজিয়া রাষ্ট্রসঙ্ঘে বলেছেন, ‘‘আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে চালানো হয়েছে বিমানহানা। ইরানকে সংঘাতে টেনে আনতে চাইছে আমেরিকা।’’ ইয়েমেনে হউথি ঘাঁটিতে পরপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। হউথিদেরকেও মদত দেওয়ার অভিযোগ তুলেছে ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে।
সিরিয়ার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছরের নির্বাচনে নিজের প্রচার জোরালো করার চেষ্টায় জো বাইডেন পশ্চিম এশিয়ায় খবরদারির মাত্রা বাড়িয়েছে। নিজেদের নির্বাচনের খেলায় বোড়ে করা হচ্ছে এশিয়ার দেশগুলিকে।
রাষ্ট্রসঙ্ঘে বেজিঙয়ের রাষ্ট্রদূত ঝাঙ জুন একই সুরে বলেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে থাকে যে মধ্য প্রাচ্য বা বিশ্বের কোথাও সংঘাতে মদত দেওয়া তাদের নীতি নয়। কিন্তু কাজের বেলায় ঠিক উলটোটাই করে থাকে। নিজেদের স্বার্থে ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে সেনাকে ব্যবহার করে।’’
ইরান রাষ্ট্রসঙ্ঘে নিজেদের বক্তব্য জানিয়েছে। বলেছে, চলতি পর্বে উত্তেজনার কারণ ইজরায়েলের দখলদারির রাজনীতি। প্যালেস্তাইন এবং গাজা ভূখণ্ডে অবিরত বোমাবর্ষণ চলছে সেই উদ্দশ্যেই। আমেরিকা এই দখলদারি রাষ্ট্রকে পুরোপুরি সমর্থন করছে। আমেরিকার মদতেই গণহত্যা চলছে গাজায়।’’
UN CHINA RUSSIA
আমেরিকার বিমানহানার কড়া প্রতিবাদ রাষ্ট্রসঙ্ঘে, একজোট চীন-রাশিয়া
×
Comments :0