IIM-C Rape Allegation

জেরার অনুমতি দেয়নি আইআইএম, জোকা মামলায় নতুন দাবি

রাজ্য কলকাতা

জোকা আইআইএম-এ ধর্ষণের ঘটনায় নতুন দাবি তুললেন অভিযুক্তের আইনজীবী। পুলিশের কাছে বয়ানে অভিযুক্ত দাবি করেছে যে আক্রান্ত মহিলার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। 
উল্লেখ্য, আগে থেকে পরিচয় থাকলেও জোর করে নির্যাতন করা শাস্তিযোগ্য অপরাধ। আইনজীবীদের বক্তব্য, ‘জোর করে’ কিছু হয়নি।  
আইআইএম কর্তৃপক্ষের কাছে ঘটনার সময়ে ক্যাম্পাসের আরও তিন ছাত্র এবং দুই সুরক্ষাকর্মীকে জেরার অনুমতি চেয়েছে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় প্রতিষ্ঠান সেই অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে।  
অভিযুক্তের আইনজীবী কণিষ্ক রবীন্দ্রন বলেছেন, আক্রান্ত অভিযোগ জানালেও পুলিশের জেরায় হাজির হননি। তাঁর বাবাও বলেছেন যে যৌন নির্যাতন হয়নি। এই ছাত্রের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল মহিলার। তাঁরা দেখাও করেছেন দু’বার। 
২৬ বছরের এই মহিলার জবানবন্দি নেওয়া যায়নি। আলিপুরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে সরকারি আইনজীবী জানিয়েছেন যে মহিলা ঘটনার অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি। তিনি আট ঘন্টা অত্যাচারের অভিযোগ জানিয়েছিলেন পুলিশে। 
পুলিশে দায়ের অভিযোগে আক্রান্ত মহিলা জানিয়েছিলেন যে শুক্রবার সকাল পৌনে বারোটায় তিনি ক্যাম্পাসে গিয়েছিলেন। এবং বিকেল পর্যন্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে তারর ২ ঘন্টা ২০ মিনিট ক্যাম্পাসে তাকার প্রমাণ মিলেছে বলে দাবি অভিযুক্তের পক্ষে। 
এর আগে পুলিশ বলেছে যে আক্রান্তকে জল এবং ঠাণ্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছে অভিযুক্ত। অভিযুক্ত ছাত্র তা স্বীকার করেছে।

Comments :0

Login to leave a comment