আগামী ৩ আগস্ট থেকে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে তামিলনাড়ুর মহাবলীপুরম শহর। মোট ২০টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। মোট ৪টি বিভাগে হবে এই প্রতিযোগিতা। ওপেন মেন্স , ওপেন উইমেন্স , অনুর্দ্ধ ১৮ পুরুষ ও অনুর্দ্ধ ১৮মহিলা। এই চার বিভাগে হবে এই প্রতিযোগিতা। সোনা , রূপ , ব্রোঞ্জ জয় ছাড়াও প্রতিযোগিরা আগামী ২০২৬ এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের উদ্দেশ্যেও নামবেন এই প্রতিযোগিতায়। আফগানিস্তান , বাংলাদেশ , চিন ,ভারত , ইন্দোনেশিয়া , জাপান , কোরিয়া , কুয়েত , লেবানন , মালয়েশিয়া , মালদ্বীপ , মায়ানমার , ফিলিপিন্স , সৌদি আরব , সিঙ্গাপুর , শ্রীলংকা , চাইনিজ তাইপেই , থাইল্যান্ড , ইউএই ও উজবেকিস্তান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে।
Asian Surfing Championship 2025
এশিয়ান সার্ফিং প্রতিযোগিতা আয়োজন করবে মহাবলীপুরম

×
Comments :0