এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জয় গুপ্ত। প্রায় ১.৬ কোটি ট্রান্সফার ফি এর বিনিময়ে গোয়া থেকে কলকাতায় এলেন এই লেফট ব্যাক। মানালো মার্কেজের অধীনে এফসি গোয়া ও জাতীয় দলের বেশ গুরুত্বপূর্ন খেলোয়াড় এই জয় গুপ্ত। মঙ্গলবার এফসি গোয়া থেকে সরকারিভাবে জয় গুপ্তর ইস্টবেঙ্গলে সই করার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। এই বছরই এফসি গোয়ার হয়ে সুপার কাপ জিতেছেন জয় গুপ্ত।
Jay Gupta Sign For Eastbengal
ইস্টবেঙ্গলে সই জয় গুপ্তর

×
Comments :0