Uttarakhand Accident

নদীতে গাড়ি পড়ে উত্তরাখণ্ডে মৃত ৮

জাতীয়

উত্তরাখণ্ডে পিকআপ ভ্যান নদীতে পড়ে আট জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন ৩ জন। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে পিকআপ ভ্যানে মোট ১৩ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌছে উদ্ধারকাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে মুওয়ানি এলাকার ভান্ডারি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে স্কুলের শিশুরাও রয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
পিথোরাগড়ের এসএসপি রেখা যাদব বলেন, এদিন বিকেলে ম্যাক্স গাড়িটি যাত্রী নিয়ে মুওয়ানি থেকে বোক্তার দিকে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পর গন্তব্যে পৌঁছানোর আগেই ম্যাক্স গাড়িটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার সময় ম্যাক্স গাড়িতে প্রায় ১৩ জন ছিলেন। সকল যাত্রী বোক্তা গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে তিনজন স্কুলছাত্র এবং দুইজন মহিলা রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে রাস্তাঘাট সরু। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। 

Comments :0

Login to leave a comment