অনিয়মিত বেতন নিয়মিতকরণ ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবিতে বুধবার হাওড়া কর্পোরেশনের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করলেন হাওড়া কর্পোরেশনের সাফাই বিভাগের কর্মীরা। দৈনিক মজুরিতে কাজ করা সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি, মাসের বেতন প্রতি মাসে দেওয়া, দৈনিক মজুরিতে কাজ করা সাফাই কর্মীদের স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে বুধবার সকালে হাওড়া কর্পোরেশনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাই কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সময়ে মহত্মা গান্ধী রোড অবরোধ করেন তাঁরা। ফলে অবরূদ্ধ হয়ে পড়ে মহাত্মা গান্ধী রোড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। দীর্ঘ ক্ষণ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে কর্পোরেশনের ভিতরে কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সাফাই কর্মীদের পক্ষ থেকে কমিশনারের সাথে দেখা করে ডেপুটেশন জমা দেওয়া হয়।
বিক্ষোভকারি সাফাই কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দৈনিক মজুরিতে কাজ করা কর্মীদের দৈনিক মজুরি বাড়েনি। এমনকি প্রতি মাসের টাকা মাসে না পাওয়ায় চরম অসুবিধায় পড়েতে হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে চরম অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের। তাঁরা আরও জানান দৈনিক মজুরিতে কাজ করা সাফাই কর্মীরা কাজ থেকে অবসর নিলে কোন আর্থিক সুযোগ সুবিধা তাঁরা পান না। অবিলম্বে সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি করার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ী করণের দাবি জানানো হয়। সাফাই কর্মীদের অভিযোগ কাজ করার সময়ে কোন কর্মী অসুস্থ হয়ে পড়লে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে কোন সাহায্য করা হয় না। এমনকি সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোন ক্যাম্প কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়না। অবিলম্বে দাবিগুলো না মানা হলে আরও বৃহত্তর আন্দোলন ও কাজ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন সাফাই কর্মীরা।
Howrah Corporation
হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মীদের বিক্ষোভ ও পথ অবরোধ

×
Comments :0