RANIGANJ LANDSLIDE

ধস রানিগঞ্জের জনবহুল এলাকায়

জেলা

রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথচকের ষষ্ঠীতলা এলাকায় আবারও ধস নামল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

ধস সংলগ্ন এলাকাজুড়ে ঘন জনবসতি রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ষষ্ঠীতলা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শনিবার রাত্রে প্রায় ৪০ বর্গফুট এলাকা ২০ ফুট গভীরে তলিয়ে যায়। জানা গেছে, ধসে যাওয়া এলাকায় ব্রিটিশ আমলের বেঙ্গল কোল কোম্পানির বহু পুরনো কয়লাখনি ছিল। সেখানে অবৈজ্ঞানিক ভাবে কয়লা উত্তোলন করা ও  কয়লা উত্তোলনের পর বালি ভরাট না করার কারণে এরকম ধসের ঘটনা ঘটে। 

এর আগেও ঐ এলাকাতেই ধস নামে। খনি অঞ্চলের মানুষের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে ধসপ্রবণ এলাকাতে জনবসতি গড়ে উঠেছে। স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আগেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এমন হতো না। ধসপ্রবণ এলাকা চিহ্নিত করে সংরক্ষিত করা এবং ধসে যাওয়া গর্তে বালি ভরাট করা প্রয়োজন।

 রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত বিডিও(রানিগঞ্জ) কে এক চিঠিতে  ঘটনার বিবরণ জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল ঘেরা হয়েছে।

Comments :0

Login to leave a comment