উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে শেষ বেলার মিছিল জনস্রোতের চেহারা নিলো। মিছিল শুরু হয় দোমহনা থেকে। মিছিলের পুরোভাগে ছিলেন প্রায় দেড় হাজার পরিযায়ী শ্রমিক। যাঁরা ভোট দিতে দিল্লি ব্যঙ্গালোর পুনা থেকে এসেছেন।
রায়গঞ্জ কেন্দ্র থেকে বাম কং প্রার্থী ভিক্টরকে, মানে ইমরান আলি রামকে, জয়ী করার আবেদন জানানো হয়। ২৬এপ্রিল ভোট, আজ শেষ প্রচার।
রসাখোয়ার গোপালপুর গ্রামের
আব্দুল সালাম বেঙ্গালুরুতে কাজে ছিলেন, বাড়ি ফিরেছেন।
লিটন সরকার, রাজিব সরকার
একরারামুল জক মাদারগাছি গ্রামে বাড়ি। দুবছর পুনাতে রাজমিস্ত্রীর কাজ করে ভোটের জন্যে বাড়ি ফিরেছেন। এঁরা সবাই বাম কংগ্রেস জোটের মিছিলে শামিল হয়েছেন।
শারীরিক ভাবে অক্ষম তৌফিক রেজা প্রচণ্ড রোদ আর গরমকে উপেক্ষা করেই মিছিলে। দোমহনা অঞ্চলের তৌফিক রেজা
বলেন, দেশ থেকে বিজেপিকে খেদানো, ভিক্টরকে জেতানো তাঁর একমাত্র লক্ষ্য।
মিছিলে জোটের প্রার্থীর সাথে জেলা বামফ্রন্ট নেতা আনোয়ারুল হক সিপিআই(এম) নেতা উত্তম পাল, সুরজিত কর্মকার, রাজু ঘোষ, মোহিত সেনগুপ্ত, এমনকি বিড়ি শ্রমিক ইউনিয়নের কয়েক হাজার শ্রমিক, নির্মান শ্রমিক ইউনিয়ন হাজার হাজার কর্মী। করণদিঘি পর্যন্ত ৮/৯ কিলোমিটার রাস্তায় শুধুমাত্র মানুষ আর মানুষ।
Karandighi
করণদিঘিতে বাম কংগ্রেসের প্রচারে জনস্রোত
×
Comments :0