LENIN 154

অজেয় লেনিন

ছোটদের বিভাগ

Vladimir Lenin 154

অজেয় লেনিন

ঋষভ কোঙার

নতুন বছরে নতুন প্রজন্মের হাত ধরেই ভবিষ্যৎ তৈরি হবে। ইতিহাস বলে। যেকোন বিপ্লবে নতুন প্রজন্মের আর্বিভাব না থাকলে সেই বিপ্লবের কোনো মুল‍্য বা মর্যাদা থাকে না, এমনকি বিপ্লবের খনিক ইতিহাসেও দেখা যায় নতুন প্রজন্ম -- নতুন ধারণা, নতুন দর্শন এবং নতুন আদর্শের সৃষ্টি করে। আজ থেকে প্রায় ১০৫ বছর আগে এক রাশিয়ান বুদ্ধিজীবী যাকে "মানবজাতির প্রকৃত শিক্ষক" বলা হয় সেই তিনি বলেছিলেন যে "প্রতিটি প্রজন্মের একটি নতুন বিপ্লবের প্রয়োজন আছে" সেই ব‍্যক্তি হলেন কমরেড লেনিন। এত বছর পরেও আজও কথাটি ব্যবহারিক জীবনে বাস্তবতা আছে। কথাটি কে বাস্তবিত করার জন্য নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে। এজন‍্য আমাদের প্রয়োজন নতুন ধারণার, নতুন দৃষ্টি ভঙ্গির। নতুন প্রজন্ম যে কিভাবে মানুষের মনে আগুন জ্বালাতে পারে বা প্রেমের স্রোত বইয়ে দিতে পারে সেটা আমরা লেনিনের সময়কালে দেখছি।


    রুশ বিপ্লবের প্রায় দেড় দশক পর, একবার ভাবুন না ১৯৩০-এর দশকের কথা। কেউ ভাবতো "ভবিষ্যতে এমন একটা যন্ত্রের আবিষ্কার হবে যাতে দেশ বিদেশের মানুষ কথা বলতে পারবে"। সেই সময় এই কথা গুলো শুনে সবাই নিশ্চয়ই হাসত কিন্তু আমাদের কাছে আজ সেই যন্ত্র, মোবাইল আছে। তেমনি ভবিষ্যতে কে কি আবিষ্কার করবে বা নতুন কিছু ধারণা দেবে এটা কেউ বলতে পারেনা। আমাদের দেশের ভবিষ্যৎও নতুন প্রজন্মের হাতে। এই নতুন 
প্রজন্মের হাত ধরেই, লেনিনের দেখানো পথেই — আগামী প্রভাতের সূর্য দেখা যাবে।


 

Comments :0

Login to leave a comment