Anubrata Mondal Case

অনুব্রতর বিরুদ্ধে অভিযোগের নথি ইডিকে দেওয়ার নির্দেশ আদালতের

রাজ্য

Anubrata Mondal Case

অনুব্রত মামলায় ইডি রাজ্য পুলিশের রাতারাতি রুজু করা মামলার সার্টিফায়েড কপি চেয়ে দুবরাজপুর আদালতে আবেদন জানিয়েছিল। আদালত সেই আবেদনের ভীত্তিতে সোমবার ধার্য করেছিল শুনানীর দিন। সেই মত এদিন দুপুরে শুরু হয় শুনানী। শুনানীর শুরু থেকেই নানা যুক্তি খাঁড়া করে এই কপি ইডি’র হাতে যাওয়া ঠেকাতে মরিয়া চেষ্টা চালান আদালতের সরকারি আইনজীবি। পাল্টা যুক্তি দেন ইডি’র আইনজীবিও।

 দুই পক্ষের সওয়াল জবাব শেষে আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আরাত্রিকা দাস ইডি’র হাতে অনুব্রত মামলার সার্টিফায়েড কপি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের সরকারি আইনজীবি রাজেন্দ্র প্রসাদ দে শুনানী শেষে বলেছেন, ‘আদালত আবেদনকারী অর্থ্যাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে মামলার সার্টিফায়েড কপি তুলে দেওয়া নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনও আবেদনকারীকে সঠিক পদ্ধতি মেনে আবেদন করার পক্ষে প্রশ্ন তুলেছিলাম।’ অপরদিকে ইডি’র আইনজীবি তপন সাহানা জানিয়েছেন, ‘ইডি যাতে কপি না পায় তারজন্য সরকার পক্ষের আইনজীবি অনেক কারণ দেখিয়েছিলেন শুনানীতে। তবে সব নস্যাৎ করে বিচারক কপি ইডি’র হাতে তুলে দেওয়ারই নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, ‘ইডি সর্বোৎকৃষ্ট এবং একটি বিশ্বস্ত সংস্থা। তাই তাদের কপি পেতে কোনও অসুবিধা নেই’।
 

Comments :0

Login to leave a comment