MUKTADHARA / MANUSH — MANISH DEB — 7 JANUARY 2024

মুক্তধারা / ধূসরবেলা — মানুষ — মনীষ দেব / ২ জানুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  MANUSH  MANISH DEB  7 JANUARY 2024

মুক্তধারা 

ধূসরবেলা

মানুষ 
মনীষ দেব

    — কান্না দেখেছেন?

    পরিচিত — অপরিচিত — অপরাজিত মানুষের কান্না। যে মানুষ হেরে যেতে যেতে ফিরে আসে এবং বলে যায় — আমি প্রত্যাশার চেয়ে বড়।

    তেমন মানুষ খুঁজছে সময়। গ্রাম - নগর - সাতসমুদ্র - পাহাড় - টিলা - কোলিয়ায়ী - অন্ধকার গুহায় একটা মানুষ। সময় ক্লান্ত বিধস্ত দিশাহারা — একটা মানুষ চাই। একটা মানুষ।

    যে মানুষটার প্রতিচ্ছবি — আয়নার চেয়ে বড়। ছায়াহীন একটা মানুষ প্রেতাত্মার মতো নয়, যে নিজেই আলো। গুহাচিত্রের মত অবস্মরণীয় হয়তো বা অপ্রতিদ্বন্দ্বী। আসলে একটা ছবি একটা আকৃতিই তো একটা মানুষ!

    মানুষ একটা সৈকতের মতো — নির্জন, একাকী এবং অন্তহীন। একটা মানুষ — ভালবাসার মতো ধানের শীষের মতো — তোমার মতো — তোমার মতো — কিন্তু ঠিক কেমন কেউ জানে না! যে রক্তকরবী'র মতো এসে বলে যাবে — 
        তোমায়      গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ....

Comments :0

Login to leave a comment