বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারালো হরমনপ্রীত কৌররা। অর্ধশতরান করলেন অধিনায়ক। তাঁর দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৩ ওভার চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। এশিয়ান গেমস শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের কুড়ি-বিশের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
রবিবার মিরপুরে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে ১৬.২ ওভারেই রান তুলে নেয় ভারত। হরমনপ্রীত ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ওপেনার স্মৃতি মন্ধানা ৩৪ বলে ৩৮ রান করেন। অন্য ওপেনার শেফালী বর্মা রান পাননি। এক সময় ২১ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে খানিকটা হলেও চিন্তার ভাঁজ ছিল ভারতীয় ক্রিকেটারদের কপালে। সেই পরিস্থিতিতেই স্মৃতির সঙ্গে হাল ধরেন হরমনপ্রীত। অধিনায়ক-সহঅধিনায়ক দু’জনে তৃতীয় উইকেটে ৭০ পানের জুটি গড়েন। সেই জুটিতে ভর করেই জয় পেল ভারত।
বাংলাদেশের হয়ে সর্ব্বোচ্চ রান করেন শর্না আখতার। ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা করেন মাত্র ২ রান। মাত্র ১১৪ রানেই থামে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। হাতে সাত উইকেট রেখেই ম্যাচ জিতে নেন হরমনপ্রীতরা। বাংলাদেশ তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় মেয়েরা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয়। দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এদিন ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর।
Comments :0