MUKTADHARA — POETRY / ADRIJA PORIYA — 16JANUARY 2024

মুক্তধারা / কবিতা / সর্বহারার গান — অদ্রিজা পোড়িয়া — ১৬ জানুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA    POETRY  ADRIJA PORIYA  16JANUARY 2024

মুক্তধারা   

কবিতা

সর্বহারার গান
অদ্রিজা পোড়িয়া

মনের মাঝে ঝরছে আজি 
আনন্দেরই ধারা
ওইখানেতে শুকনো মুখে 
দাঁড়িয়ে আছে কারা?

এগিয়ে গিয়ে বলি তাদের
ওহে!! তোমরা কারা?
গর্জে উঠে বলল তার;
আমরা গরীব আমরা সর্বহারা l

কৌতূহলে জিজ্ঞাসিলাম 
কি বা তাদের চাই
কিচ্ছু নয় মা 
দুবেলা দুমুঠো 
অন্ন যেন পাই l



জিজ্ঞাসিলাম, 
কেন এহেন সর্বনাশের 
বলি হয়েছো আজ?
একজনও কি চেষ্টা করেও 
পাওনি কোনো কাজ?

জানায় তারা ,
"দূনিতির এই অতলান্তিকতায়। নিয়োগ আর কোথায়?"
উত্তর নাই আমার কাছেও
কেন বঞ্চিত ওরা আজ?

গর্জে ওঠার সময় 
আজি পেরিয়ে যায় l
কোথায় তোমরা? কোথায় সবাই ?
চলো এগিয়ে যাই l

বলব চেঁচিয়ে মোদের কথা
মানব না কোনো বাঁধ l 
বলতে হবে ক্রুদ্ধভাবে , 
মোদের চোখের পানে চান !
সর্বহারার আর্তনাদ ;
শুনিতে কী তিনি পান??

Comments :0

Login to leave a comment