MUKTADHARA | POETRY | AU REVOIR LEGEND — BHABANIPRASAD MAZUMDER — UPEKHIT SHARMA | 10 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা | ভবানীস্যারের আশীর্বাদ — উপেক্ষিৎ শর্মা — ৬ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  AU REVOIR LEGEND  BHABANIPRASAD MAZUMDER  UPEKHIT SHARMA  10 FEBRUARY 2024

মুক্তধারা  

কবিতা

ভবানীস্যারের আশীর্বাদ
উপেক্ষিৎ শর্মা

আমরা শিখি এ বি সি ডি
আমরা লিখি ওয়ান টু
আমরা বলি রাইম পোয়েম
সব বিষয়ে হচ্ছি পটু।

আমাদের নেই বিকেলবেলা
নেই আমাদের দৌড়-ঝাঁপ
স্কুল ফেরতা টিউশনিতে
ম্যাথের সাথে উঠছে হাঁপ।

আচ্ছা মা,  আমরা কেন
নিজের ভাষা শিখছি না        
বলতে পারি গড়গড়িয়ে
লিখতে কিছুই পারছি না।

মা বললেন, বাংলা শেখো,
তেমন কিছু কঠিন নয়
দিচ্ছি এনে সহজপাঠ আর
মেরুনরঙা বর্ণপরিচয়

আজকে আমার হাতেখড়ি
আজকে হাতে ছড়ার বই
এখন আমি লিখতে পারি 
অ- আ-র পরে হ্রস্ব ই।

এ ধরনের ছড়া লেখায়
হয় যদি কারো মনে সাধ
লেখার আগেই নিয়ে এসো
ভবানীস্যারের আশীর্বাদ।

Comments :0

Login to leave a comment