MUKTADHARA | POETRY | BHABANIPRASAD MAZUMDER SRITI — 8 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা | অমর ভবানীপ্রসাদ — ভবানীশংকর চক্রবর্তী — ৬ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA   POETRY  BHABANIPRASAD MAZUMDER SRITI  8 FEBRUARY 2024

মুক্তধারা  

কবিতা

অমর ভবানীপ্রসাদ
ভবানীশংকর চক্রবর্তী

চারিদিকে চমকানি ধমকানি ত্রাসবাদ
তা থেকে বাঁচতে পড়ি ভবানীপ্রসাদ
একুশে ফেব্রুয়ারি এলে মনে তাকে পড়বেই
বুকটাও ভরে যাবে এ ভাষার গর্বেই
যা কিছু দেখি আর শুনি এই দুনিয়ায়
শানিত কলম তাঁর তা নিয়েই লিখে যায় 
সহজ সরল তাঁর লেখনের ভঙ্গি
সরলতা ছিল তাঁর জীবনেরও সঙ্গী 
বিষয় যেমনই হোক সহজ বা  সিরিয়াস 
মজায় বোঝাতে তাঁর ভঙ্গিটি অনায়াস
মৃত্যু কেড়েছে তাঁকে চুয়াত্তরে
বাঁচবেন চিরকাল স্বীয় লেখা পত্তরে


 

Comments :0

Login to leave a comment