MUKTADHARA / POETRY — DILIP GHOSH — 18 JANUARY 2024

মুক্তধারা / কবিতা / রক্ষা করো সংবিধানের মর্মকথা — দিলীপ ঘোষ — ১৮ জানুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY   DILIP GHOSH  18 JANUARY 2024

মুক্তধারা  

কবিতা

রক্ষা করো সংবিধানের মর্মকথা
দিলীপ ঘোষ

সংবিধানের প্রস্তাবন, - 'আমরা ভারতের জনগণ' - -
'আমরা' মানে কারা? 'জনগন' মানে কারা?
ভারতে বাস করে যারা, 'আমরা' তারাই
জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ ভেদাভেদ নাই
আমরা সবাই
'জনগণ' মানে, -- না হিন্দু, না মুসলমান
না বৌদ্ধ, না খ্রীষ্টান, 'জনগণ' মানে সবাই
ভাগ করে বলা নেই প্রস্তাবনায়।
তবু ভেদাভেদের আগুনে
              বাতাসের আস্কারা দিচ্ছে কারা?
মানুষের শ্রম আর ঘামের রক্ত চোষে যারা
ধর্মের সাথে রাজনীতি জড়িয়ে লুটে খায় তারা।

কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে
কেউ করসেবায়, কেউ রবিবারে গীর্জায়
রাষ্ট্র, রাজ্য যাবে না কোথায়, কারণ দেশটা সবার, -
এইতো সারকথা সংবিধানের প্রস্তাবনায়।
তবু ধর্ম, ধর্মস্থান নিয়ে করছে রাজনীতি
লুঠেরাদের ফাঁকা মাঠে মেরে খাবার ব্যবস্থা করা
যাদের নীতি।

স্বাধীনতা সংগ্রামের মর্মকথা, সংবিধানের প্রস্তাবনা
বিভাজনের ধারালো ছুরিতে
                            খুন করার মহড়া দিচ্ছে যে নীতি
তার বিরুদ্ধে, মনে প্রাণে এক হয়ে, রুক্ষে দাঁড়াও।

বাতাসে বারুদের গন্ধ, বাজছে বিপদ ঘন্টা
জান কবুল করে ঐক্য সংহতি গড়ো
রক্ষা করো সংবিধানের মর্মকথাটা।

Comments :0

Login to leave a comment