MUKTADHARA | POETRY | JIBANANADA 125 — NIRMALENDHU SHAKHARU — 22 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা | কবি জীবনানন্দ দাশ ১২৫ — পাই খুঁজে অন্তর মিলে | নির্মলেন্দু শাখারু — ২২ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA   POETRY  JIBANANADA 125  NIRMALENDHU SHAKHARU  22 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা
কবি জীবনানন্দ দাশ ১২৫

পাই খুঁজে অন্তর মিলে
নির্মলেন্দু শাখারু

নাটোরের সেই 'বনলতা'
স্বপ্নে ফেরে-- কেউ ভুলিনি,
'ধানশালিকের দেশে' আজও
সবুজ হাসি দেয় দুলুনি!

বৃষ্টি ভেজা 'হিজল বনে'--
'গাঙফড়িঙের' ছোট্ট নীড়ে--
বাংলা খুঁজি--খুঁজিফিরি
নকশি বোনা 'হলুদ' ভিড়ে!

'কর্ণফুলী' 'ধলেশ্বরী'--
ছিল যেমন তেমন আছে,
'ধানসিঁড়ি' সেই ছোট্ট নদী 
আজও প্রিয় সবার কাছে!

কবি তোমায় কেউ ভোলেনি,
এমনকি সেই শঙ্খচিলে...
তাদের ডানায় ছন্দ তোমার
পাই খুঁজে তাই অন্তর মিলে!

Comments :0

Login to leave a comment