MUKTADHARA | PROBANDHAYA — EKUSHE FEBRUARY | SOURAV DUTTA — 21 FEBRUARY 2024

মুক্তধারা | প্রবন্ধ — ধ্রুবপদ: ২১ শে ফেব্রুয়ারি | সৌরভ দত্ত — ২১ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA   PROBANDHAYA   EKUSHE FEBRUARY  SOURAV DUTTA  21 FEBRUARY 2024

মুক্তধারা  

প্রবন্ধ  

ধ্রুবপদ: ২১ শে ফেব্রুয়ারি  

সৌরভ দত্ত

আগুনের মাস–নব আনন্দে উঠেছে জেগে–কৃষ্ণচূড়ার পরাগ উড়ে এসে লাগছে প্রেয়সীর ঠোঁটে–কচি কচি পত্রপল্লবে বাংলায় ঋতুরাজ বসন্তের গান বাজছে–'দুঃখিনী বর্ণমালা'র কবিতা চয়ন– জীবনানন্দের মহাপৃথিবী'র হাজার বছর পথ পরিক্রমায়–ভাষা বদলের কবিতা লিখছে আগামী কোনো সুকান্ত –গাছে গাছে পাখিদের কথাকাকলি–রাস্তার সজনে ফুলের ঝরে পড়া–'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে'র ভোর–সন্দেশখালির চরে প্রতিবাদমুখর জনতার ধ্বনি বাংলা ভাষার বিস্ফোরণ–রফিক,সালাম,বরকতের রক্তিম আভা মিলেমিশে গেছে মাতৃভাষায়–চর্যাপদের 'কা-আ তরুবর' থেকে অতুল প্রসাদের গান–আল মাহমুদের কবিতাস্পন্দ–এপার বাংলা-ওপার বাংলার সেতুবন্ধন–একান্নবর্তী পরিবারের নিকোনো উঠোন–খোঁপায় পলাশাবৃত কিশোরীর কোমলগান্ধার– দু'চোখ বুজলে মা'কে দেখতে পাই –বসন্তের সুস্নাত রোদেলা আকাশ–শহীদ বেদীতে পুষ্পকণার বিচ্ছুরণ–প্রভাতফেরির মিছিল হেঁটে চলেছে এক বসন্ত থেকে অন্য বসন্তে–জ্বরতপ্ত শরীরের জেগে উঠে দেখি–জলাভূমে সবুজাভ ধানের চারা মাথাচাড়া দিচ্ছে–বসন্ত এসে গেছে…
            "প্রভাতফেরীর মিছিল যাবে
            ছড়াও ফুলের বন্যা
            বিষাদগীতি গাইছে পথে
            তিতুমীরের কন্যা।"

Comments :0

Login to leave a comment