MUKTADHARA POEM ROMEL RAHAMAN

মুক্তধারা রোমেল রহমানের কবিতা

সাহিত্যের পাতা

MUKTADHARA POEM ROMEL RAHAMAN 25 MAY

ক্ষমতার ঘোড়া

রোমেল রহমান

 

 

ক্ষমতা যদি একবার তোমাকে পেয়ে বসে
তবে তুমি হয়ে উঠবে একটা ঘোড়া!
নড়তে চাইবে না ক্ষমতা ছেড়ে!

ক্ষমতা যদি একবার তোমার পিঠে সওয়ার হয়(!)
তুমি হয়ে উঠবে চাবুকধারী স্বৈরশাসক
যে কেবল নিজেকেই ভালোবাসে।

ক্ষমতায় টিকে থাকতে তখন তুমি হত্যা গুম নিপীড়ন
আর যাচ্ছে না তাই ফরমান জারি করবে সকাল বিকেল!

 

 

দেয়ালের সব স্লোগান মুছে দেবে 
মিছিল ধসিয়ে দেবে
জনগণের কণ্ঠে শিকল চড়াবে
প্রতিবাদ চুরমার করে দিতে তুমি কালো পোশাকি সৈনিক জন্ম দেবে!
বিলবোর্ডে টাঙাবে নিজের মহৎ ছবি!
সাফল্যের তোতাপাখি আকাশে ওড়াবে!
পালিত কুকুরগুলো তোমার কীর্তন গাইবে টিভিতে!

 

 

ক্ষমতা যদি একবার তোমাকে পেয়ে বসে
তুমি জনগণকে মারবে যতক্ষণ না তারা তোমাকে সিজদা করে!
তোমার ভাস্কর্য একদিন নাকে খৎ দেবে 
একথা জেনেও তুমি
মানুষকে ট্যাঙ্কের মুখোমুখি দাড় করিয়ে রাখবে!

ক্ষমতা তোমাকে এমন মাতাল ঘোড়া বানাবে যে, 
তোমাকে হত্যা না করা অব্দি
তুমি থামবে না।

 

Comments :0

Login to leave a comment