সামনে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূল বিজেপি ছেড়ে লালঝান্ডা হাতে তুলে নিলেন শতাধিক মানুষ। তাদের বক্তব্য ভুল করেছি সেই ভুলের সংশোধন করতে চাই। গ্রামের গরীব কৃষক খেত মজুরদের সন্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে লালঝান্ডা। বর্তমানের পরিস্থিতি দেখছি এই দলের পরিচয় দিয়ে আর গ্রামের মানুষের সামনে যেতে পারব না। শুক্রবার এই দৃশ্য দেখা গেলমালদার মানিকচক ব্লকের উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাহেবরামটোলা উত্তর বুথে। ওই সময় বুথে ছিলেন সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক, আমিরুল হক, আব্দুর রশিদ, বঙ্কিম মন্ডল। নেতৃবৃন্দ বলেন, তৃণমূল ও বিজেপি এই দুই দলের মধ্যে আতাত রয়েছে তা মানুষ পরিস্কার বুঝতে পারছেন। একমাত্র লালঝান্ডাই সবসময় মানুষের পাশে থাকে, তাদের জন্য কাজ করে। সাধারণ মানুষের জন্য কাজ করে না তৃণমূল –বিজেপি। মানুষ বুঝতে পেরেছে লালঝান্ডাই তাদের পাশে থাকবে তাই তৃণমূল বিজেপি ছেড়ে আগামী দিনে আরও মানুষ সিপিআই(এম) দলে যোগ দেবেন।
Comments :0