নাদনঘাটের সেতু থেকে বুধবার সাত সকালে মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় একজন পরিযায়ী শ্রমিক। মৃত মতিয়ার রহমানের (৩২) বাড়ি পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের অর্জুন পুকুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান মুম্বাই-এ এক নিকট আত্মীয়ের সিটি গোল্ড কারখানায় কাজ করতেন। লকডাউনের সময় চরম লোকসানের মধ্যে পড়ে গিয়ে ওই কারখানা বন্ধ হয়ে যায়। তারপরেই মতিয়ার রহমান গ্রামে ফিরে আসে। সেই থেকেই হতাশায় তার মাথাটা আর কাজ করছিল না। শেষে বুধবার সকালের আলো ফুটতে না ফুটতেই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নাদনঘাট সেতুতে উঠে পড়ে। সেখান থেকে ঝাঁপ দিলে সে জলে না পড়ে খড়ি নদীর পাড়ে পড়ে। তাঁকে আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
করোনার সংক্রমণের কারণে দেশের প্রতিটি রাজ্যেই সম্পূর্ণ অথবা আংশিক লকডাউন হয়। সেই কারণেই কর্মহীন হয়ে ভিন রাজ্যে থাকা বহু শ্রমিক নিজেদের রাজ্যে ফেরত আসেন। সেরকমই একজন পূর্বস্থলীর পরিযায়ী শ্রমিক মতিয়ার রহমান। লকডাউনে কাজ হারিয়ে মুম্বাই থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। তারপর থেকে কোনো কাজ না পাওয়ায় সংসারে টান পড়ছিল। সেই থেকেই হতাশায় ভুগছিলেন তিনি বলে জানান পরিবার। তারপরই এদিন সকালে নাদনঘাটের সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এদিনই মৃতদেহের ময়নাতদন্ত হয়।
Comments :0