দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধে সর্বোচ্চ প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা, এই রাজ্য সহ কোচবিহার জেলায় এদের কর্মসংস্থানের দাবিতে বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও জেলা শাসককে ডেপুটেশন দিলো সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন।
এদিন কোচবিহার পরিবহণ ভবনের সামনে থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে সমবেত হন সংগঠনের নেতাকর্মীরা। এখানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন তাঁরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদক সুবোধ চক্রবর্তী, সিআইটিইউ কোচবিহার জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত ও সভাপতি প্রবীর পাল সহ নেতৃবৃন্দ।
বুধবার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদক সুবোধ চক্রবর্তী বলেন, "দীর্ঘদিন যাবত পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে রেগার কাজ। এর পাশাপাশি কোচবিহার জেলায় শিল্প কলকারখানা না থাকার কারণে কর্মসংস্থানের সুযোগ নেই। তাই প্রতিনিয়ত এই কোচবিহার জেলা থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবি ও প্রান্তিক মানুষেরা ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়ে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছেন। অবিলম্বে এই জেলার চকচকা শিল্প বিকাশ কেন্দ্রকে জীবিত করার পাশাপাশি জেলা কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা হলে এ জেলার মানুষেরা এখানেই কাজ করবার সুযোগ পেতেন।"
এব্যাপারে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সচিত্র পরিচয় পত্রের ব্যবস্থা করা, জেলার প্রতিটি ব্লকে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য নোডাল অফিস স্থাপন করে পরিযায়ী শ্রমিকদের নাম পোর্টালে নথিভুক্ত করে তাঁদেরকে চিহ্নিত করার দাবিও এদের উত্থাপন করা হয়েছে বলে জানান সুবোধ চক্রবর্তী।
১৯৭৯ সালের ইন্টার মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাক্ট আজও লাগু হয়নি। রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে চিহ্নিতকরণ করা হচ্ছে, হিন্দুত্ববাদীরা কয়েকটি রাজ্যে এই বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর শারীরিক আক্রমণ করেছে। সম্প্রতি ওড়িশা, মহারাষ্ট্র, কর্নাটক সহ বিভিন্ন রাজ্যে পুলিশ প্রশাসন পরিযায়ী শ্রমিকদের হেনস্তা, বেআইনি ভাবে ডিটেনশন এবং বাংলাদেশের পুশব্যাক করার একাধিক ঘটনা ঘটেছে। বৈধ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও জোর পূর্বক ডিটেনশন করানো হচ্ছে এই বাংলার পরিযায়ী শ্রমিকদের। এই অস্থির পরিস্থিতিতে তাই কোচবিহার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচিতে শামিল হয়েছেন তারা বলে এদিন জানান সংগঠনের নেতৃবৃন্দ।
PROTEST MARCHE
বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের

×
Comments :0