কয়েকদিনের মধ্যে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর ইতিমধ্যে এই বিষয় কমিশনে শুরু হয়েছে তৎপরতা। সোমবার রাতে হঠাৎ করে উপ-রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি তার পদত্যাপ পত্র গ্রহনও করেছেন। এই পরিস্থিতিতে কেন তিনি ইস্তফা দিলেন তা নিয়ে যেমন জল্পনা চলছে তেমন ভাবেই জল্পনা চলছে ধনখড়ের জায়গায় কাকে প্রার্থী করবে এনডিএ।
২০২২ এর নির্বাচনে তৎকালিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়কে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করে এনডিএ শিবির। তৃণমূলের পক্ষ থেকে ভোটদানে বিরত থেকে একপ্রকার ধনখড়কে সমর্থন জানায়।
সংবিধানে ৬৮(২) ধারায় নির্দিষ্ট ভাবে উল্লেখ করা নেই যে উপ-রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে। সেখানে উল্লেখ রয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন সংগঠিত করতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে চাইছে নির্বাচন কমিশন।
Comments :0