Kumari Kujur

প্রয়াত মাদারিহাটের প্রাক্তন আরএসপি বিধায়ক কুমারী কুজুর

রাজ্য জেলা

প্রয়াত মাদারিহাটের প্রাক্তন আরএসপি বিধায়ক কুমারী কুজুর (৭৭)। আরএসপি’র তিন’বারের প্রাক্তন বিধায়ক কুমারী কুজুরের বাড়ি বীরপাড়ায়।তিনি হান্টাপাড়া বাগানে মেয়ের বাড়িতে থাকতেন। সেখানেই বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রয়াত হন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। ২০০১ ও ২০০৬ সালের ও ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ২০১১ সালের নির্বাচনে আরএসপি'র কুমারী কুজুর বিজেপির মনোজ টিগ্গাকে পরাজিত করেছিলেন। আরএসপি চা শ্রমিক নেত্রী মাদারিহাট বিধান সভার তিন বারের বিধায়ক কুমারি কুজুর প্রয়াণে শোক জানিয়েছেন বাামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
ইউটিইউসি অনুমোদিত ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়ন ও নিখিল বঙ্গ মহিলা সংঘ’র তদানীন্তন অবিভক্ত জলপাইগুড়ি জেলার অন্যতম সংগঠক, কমরেড কুমারী কুজুর আজ সন্ধ্যা ৭টায় বীরপাড়ায় নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। এলাকার মানুষের সাথে অমায়িক ব্যবহার, সারল্য, সকলকে নিয়ে চলার মানসিকতা ও অনাড়ম্বর জীবন যাপন প্রমুখ গুণাবলীর কারণে কমরেড কুমারী এলাকার চা শ্রমিক সহ সকলের মন জয় করে নিয়েছিলেন। বিধায়ক হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০২০ সালের করোনার সময় থেকেই তিনি ক্রমশ অসুস্থ হতে হতে গৃহবন্দী হয়ে যান। হাঁটাচলা করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেললেও দলের কর্মসূচি সংক্রান্ত খবর শুনলে তিনি তাঁর বাড়ির এলাকায় বসবাসকারী কমরেডদের ডেকে তাতে উপস্থিত থাকার কথা বলতেন এবং সাধ্য অনুযায়ী কর্মসূচি সফল করতে যথাসাধ্য সাহায্য করতেন।
কমরেড কুমারী কুজুর’র প্রয়াণে আরএসপি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড তপন হোড় এক শোকবার্তায় জানিয়েছেন, আজ যখন সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বিচ্ছিন্নতাবাদকে আবার প্ররোচিত করার অপচেষ্টা চলছে সেই সময়কালে কমরেড কুজুরের ন্যায় একজন যুক্তিবাদী মানুষের মৃত্যু নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। আরএসপি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কমরেড কুমারী কুজুরের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

Comments :0

Login to leave a comment