বুধবার ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট আদালত মুক বধিরতা সম্পন্ন এক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে ধর্ষণের দায়ে দুই ধর্ষককে কুড়ি বছরের সশ্রম কারা দন্ডের নির্দেশ দেয়। সরকারি কৌশলি ননীগোপাল বিশ্বাস বলেন, ২০১৯ সালের ২৭ জুলাই ডালখোলা থানা এলাকার এক এক মুক বধির কিশোরীকে ধর্ষণ করে দর্জি মুরমু ও স্বপন কিস্কু স্থানীয় এক বাঁশ বাগানে। ওই কিশোরীকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাদের ওই বাঁশ বাগানে পাওয়ার পরে ওই দুই ধর্ষককে আদিবাসী নিয়ম অনুসারে গ্রাম্য মোড়লদের শরণাপন্ন হয় ওই পরিবার। কিন্তু সুবিচার না পাওয়ায় প্রায় একমাস পরে অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করে। বিচারাধীন থাকাকালীন এদিন বিচারক নীলাঞ্জন দে সাজা ঘোষণা করেন। আদালত মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে। পুলিশ দুটি ধারায় মামলা করে। একটি ধারায় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা এবং ওপর ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে।
Islampur
মুক ও বধির নাবালিকাকে ধর্ষণ, দুই অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড

×
Comments :0