যুবভারতীতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ৫-০ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। গোলে জয় পেল ইস্টবেঙ্গল । গোল করেছেন লাল চুংনুঙ্গা সাউল ক্রেস্পো , বিপিন, মহেশ ও ডিয়ামেনটেকোস ।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা মিলল সেই একই চিত্রের। আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছিল লাল হলুদ। বিপক্ষের দলকে যেন দেখাই যাচ্ছিল না। ৫৪ মিনিটে হালকা চোট পেয়ে মাঠ থেকে খোঁড়াতে খোঁড়াতে বের হন বিষ্ণু। তার জায়গায় নামেন নন্দ কুমার। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেলেন বিপিন। ৭৯ মিনিটে ডিয়ামেনটেকোসের পাস থেকে গোল করেন বিপিন। ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ডিয়ামেনটেকোস। ৯০ মিনিটে পঞ্চম গোল করেন মহেশ। ডুরান্ডের প্রথম ম্যাচে ফাইভ স্টার পারফরমেন্সে সকলের মন জয় করল ইস্টবেঙ্গল।
Comments :0