OXYGEN FIR MUMBAI

কোভিডে অক্সিজেন কালোবাজারিতে এফআইআর মুম্বাইয়ে

জাতীয়

কোভিড কালে অক্সিজেনের কালোবাজারির অভিযোগে এফআইআর দায়ের করলো মুম্বাই পুলিশ। করোনা অতিমারির সময় মহারাষ্ট্রে অক্সিজেন কালোবাজারি সামনে আসে। একাধিক রাজ্যে অক্সিজেনের অভাব প্রতিনিয়ত সামনে আসতে থাকে। অক্সিজেনের অভাবে বহু করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার মু্ম্বাই পুলিশের একজন অধিকারিক এফআইআরের বিষয়টি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন। প্রশাসনের অভিযোগ, বৃহণ্মুম্বাই কর্পোরেশনের পক্ষ থেকে অক্সিজেন প্রস্তুতকারি সংস্থাকে ১৪০ কোটি টাকা দেওয়া হয়। তার মধ্যে থেকে ৭০ কোটি টাকার অক্সিজেন সরবরাহ করা হয়েছে। বাকি টাকা চুরি হয়েছে বলে প্রশাসনের দাবি। আয়কর বিভাগের পক্ষ থেকে এই বিষয় সংক্রান্ত জড়িত একাধিক অফিসে তল্লাশি চালানো হয়েছে।

Comments :0

Login to leave a comment