উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে বাদ ২.৮৯ কোটি ভোটার। পশ্চিমবঙ্গ সহ যেই ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন তার মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, তালিকা থেকে বাদ পড়া ২.৮৯ কোটি মানুষের মধ্যে ৪৬.২৩ লক্ষ ভোটার মৃত। ২.১৭ কোটি ভোটার বর্তমানে স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন। ২৫.৪৭ লক্ষ ভোটারের নাম একাধিক স্থানে নথিভুক্ত ছিল।
২০২৫ সালের অক্টোবর মাসে যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫.৪৪ কোটি। কিন্তু এই ব্যাপক কাটছাঁটের পর বর্তমানে রাজ্যে নথিভুক্ত ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২.৫৬ কোটিতে।
কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের পক্ষ থেকে এসআইআর নিয়ে কমিশনকে নিশানাও করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর নিয়ে কমিশনের পর্যাপ্ত পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। বহু মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে আনম্যাপিংয়ে যাদের নাম সব থেকে বেশি বাদ গিয়েছে তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই এসআইআর পর্বে মতুয়াদের নিয়ে রাজনীতি করতে দেখা গিয়েছে তৃণমূল এবং বিজেপিকে। সিএএ ক্যাম্পের নাম করে টাকা তোলা হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের থেকে। এসআইআরের নাম করে গরীব প্রান্তিক অংশের মানুষদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে সরব হয়েছে বামপন্থীরা।
UP SIR Draft List
উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে বাদ ২ কোটির বেশি
×
Comments :0