BOOK — PRADOSH KUMAR BAGCHI— GRANTHAGARER KATHA — MUKTADHARA | 6 JANUARY 2026, 3rd YEAR

বই — প্রদোষকুমার বাগচী — গ্রন্থ ও গ্রন্থাগার জগতের কথা — মুক্তধারা — ৬ ডিসেম্বর ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOK  PRADOSH KUMAR BAGCHI GRANTHAGARER KATHA  MUKTADHARA  6 JANUARY 2026 3rd YEAR

বই 

 

মুক্তধারা

গ্রন্থ ও গ্রন্থাগার জগতের কথা

প্রদোষকুমার বাগচী
  

 

 গ্রন্থ ও গ্রন্থাগার জগত নিয়ে বই কম নেই। তবে সম্প্রতি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ থেকে যে বইটি প্রকাশিত হয়েছে সেটি  
একেবারেই অন্য ধরনের বই। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ কেবল গ্রন্থাগার ব্যবস্থার বিকাশে কাজ করেনি পরবর্তীকালে তার  
মুখপত্রও প্রকাশ করেছে। সেই মুখপত্রে বাংলার বিশিষ্ট বরেণ্য গ্রন্থাগার মনষ্ক মানুষের লেখা প্রকাশিত হয়েছে। সেই সব  
লেখাগুলির একটি  সম্মিলিত সূচির প্রয়োজনীয়তা অনেকদিন ধরে অনুভূত হচ্ছিল। পূর্বে একটি এই ধরনের সূচি প্রকাশিত  
হলেও বর্তমানে পরিষদ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ‘গ্রন্থাগার’ পত্রিকার (১৩৫৮ — ১৪২৮ বঙ্গাব্দে) এই সম্মিলিত সূচিটি  
প্রকাশিত হয়। এই সূচি থেকে কবে কোন লেখক গ্রন্থাগার সম্পর্কে কোন প্রবন্ধ লিখেছেন, কোন বিষয়ের উপর কি ধরণের  
সম্পাদকীয় বেরোচ্ছে তা এক লহমায় জেনে নেওয়া যাবে। 
‘গ্রন্থাগার’ পত্রিকা সম্মিলিত সূচি (১৩৫৮—১৪২৮)
অসিতাভ দাশ ও স্বগুণা দত্ত। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ।পি -১৩৪, সিআইটি স্কিম নং-৫২। কলকাতা—১৪

 
 

Comments :0

Login to leave a comment