CPI(M) criticizes India's statement

হুমকি লাগাতার, তবু ট্রাম্পের কাছে নতজানু মোদী

জাতীয়

‘‘প্রধানমন্ত্রী মোদী ভালো মানুষ। তিনি জানেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। (রাশিয়ার সঙ্গে) ব্যবসা করুক ওরা এবং খুব তাড়াতাড়ি আমরা শুল্ক বসিয়ে দেব।’’
ভেনেজুয়েলায় ভয়াবহ আগ্রাসনের নিন্দা না করার পরও এমনই তাচ্ছিল্যের সুরে ভারত সম্পর্কে মন্তব্য করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবু ভারতের শিরদাঁড়া সোজা হচ্ছে না।
ট্রাম্প এখন রাশিয়া থেকে ভারতের তেল আমদানি পুরোপুরি বন্ধের জন্য ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর বিদেশ মন্ত্রক আপত্তি জানানোর সাহসও দেখাতে পারছে না।
তিন দিন আগে ভেনেজুয়েলায় একতরফা বোমাবাজি চালিয়েছে আমেরিকা। কারাকাসে রাষ্ট্রপতি ভবনে ঢুকে বন্দি করে তুলে এনেছে সেদেশের নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে। কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া, চীন। সরব প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক কেবল ‘উদ্বেগ’ জানিয়ে চুপ করে গিয়েছে। 
ভারতের অবস্থানে কড়া আপত্তি জানিয়েছে বামপন্থী দলগুলি। সিপিআই(এম) ভারতের বিবৃতির সমালোচনা করে বলেছে, ভীরু এবং মূল্যহীন কথা বলছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ভারত বরাবর বিভিন্ন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। 
সিপিআই(এম) বলেছে, আমেরিকা ভেনেজুয়েলায় পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রসঙ্ঘের সনদ এবং আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। অথচ তা নিয়েও কোনও কথা বলতে নারাজ মোদী সরকার। 
সিপিআই(এম) মনে করিয়েছে যে ভারতের মতো ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশ ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা সরব। অথচ ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ভেনেজুয়েলার ঘটনায় গভীর উদ্বেগ সহ শান্তি ও স্থিতিশীলতার কথা ছাড়া আইন লঙ্ঘনের বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি। 
উল্লেখ্য, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সমঝোতা নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। ভারতের বিপুল কৃষিপণ্যের বাজার দখল করতে মরিয়া আমেরিকা। সমানে বাড়ছে চাপ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করাচ্ছেন যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য চাপ আমেরিকার আধিপত্যবাদী নীতির বাইরে নয়। কিন্তু মোদী সরকার প্রতিবাদে নামার সাহস হারিয়ে ফেলেছে। অথচ প্রতিবেশী চীনকে শুল্কে হুমকি দিতে গিয়ে কড়া প্রতিরোধের মুখে পড়া আমেরিকা। পালটা পদক্ষেপ নেয় চীন। ফলে পিছাতে হয়েছে ট্রাম্পকে।

Comments :0

Login to leave a comment