NATUN BANDHU SRIZA MUKHERJEE STORY

নতুন বন্ধু শ্রীজা মুখার্জী'র রূপকথার গল্প

ছোটদের বিভাগ

SRIZA MUKHERJEE  STORY 21 MAY

নতুন বন্ধু

 

 

 

পরী আর তার পুত্র

শ্রীজা মুখাৰ্জী

 

 

 

একদিন একটি সুন্দর পরীর একটি ফুটফুটে বাচ্চা হলো। সেই ফুটফুটে বাচ্চাটার নাম ছিল ইন্দ্রজিৎ, কারণ সে ছিল ছেলে। সে যেমন বুদ্ধিমান তেমনি ভাল, তাই তাকে সবাই ভালবাসতো। একদিন এক ডাইনীর ছেলে ঠিক করলো পরীর ছেলেকে যুদ্ধে হারিয়ে, পরীদের উপর অত্যাচার করবে। তার মনে এইসব কুবুদ্ধি আসতো তার দুটো কারণ – 
                   একঃ সে ডাইনীর ছেলে,
                   দুইঃ সে ছিল খুবই নিষ্ঠুর। 
যুদ্ধের ঘন্টা বাজলো। পরীর দল ইন্দ্রজিতের নাম বলছে এবং ডাইনীর দল ডাইনীর ছেলের নাম বলছে। যুদ্ধ শুরু হল। ইন্দ্ৰজিৎ অনেক কষ্টে জিতে গেল। পরীর দলের সবাই ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ' বলছে । ডাইনীর ছেলের খুব হিংসা হল। কিন্তু সে নিজের ভুলও একটু একটু করে বুঝতে লাগল। সে ঘোষণা করলো দুটি কথা

 

 
                 

 

 একঃ 'ডাইনীরা সেই জায়গায় আর থাকবে না এবং যাতে ডাইনীদের দলের কোনো ডাইনী পরীদের উপর অত্যাচার না করে সে ব্যবস্থা সে এক্ষুনি নিচ্ছে’ এই বলে সে সব ডাইনীদের ডাকলো এবং বললো 'শোন তোরা কেউ কখনো এদের উপর অত্যাচার করিস নে’ এই বলে সে সব ডাইনীদের নিয়ে হাওয়ায় মিশে গেল। এই গল্পের বাকি কথাটুকুও হাওয়ায় ভেসে গেল, খুঁজে পাওয়া যায় নি।

 

 

 

 

শ্রীজা মুখাৰ্জী 
সপ্তম শ্রেণী, ডি. এ. ভি. পাবলিক স্কুল
তারাতলা, কলকাতা
৯৮৩১৫৭১২৭২

 

 

Comments :0

Login to leave a comment