চিঠির ঝাঁপি
ছোট্টসোনা বন্ধুরা কতদিন পরে তোমরা আদর আর ভালোবাসা নিও। সেই বচ্ছর পেরিয়ে পেরিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি। যাদের সেদিন আদর আর ভালোবাসা জানাতাম তারা এখন
সর্দার পড়ুয়া হয়ে গেছে। তবু তোমরাও আমার ভালোবাসা নিও। ধরে নাও চিঠিটা হারিয়ে গিয়ে ডিজিটাল অফিসে বস্তাবন্দি হয়েছিল। তবে সবচেয়ে খারাপ ব্যাপার কি হলো। যাদের করোনা নামে দত্যিদানোটা আমাদের সর্দার পড়ুয়া শুদ্ধু তোমাদের বন্ধুদেরও খেয়ে নিয়েছে। তাদের সবার জন্যে আমাদের সাগর নদীর জলভরা আমাদের দুঃখের নদী সমুদ্র ভরা প্লাবন জমা হয়ে গেছে।
তবে এ কথা ঠিক তোমরা যারা করোনা-অসুরের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হয়েছো, তারাও কিন্তু খুব একটা সুখে নেই। তাদের এখন লড়াই করতে হচ্ছে নানান অসুরের সঙ্গে, রোজকার দুমুঠো
খাবারের জন্য। ছন্নছাড়া ইস্কুলের জন্য, নানান ধরনের অন্যায় আর দুর্নীতির সঙ্গে প্রতিদিনকার লড়াইয়ের জন্য। তবে এও জানি, যারা করোনা-অসুরের সঙ্গে লড়াই করে যুদ্ধে জিতেছ। আজকের এইসব
যুদ্ধের চারপাশের লড়াইয়ের সঙ্গে যুদ্ধে জিতবে জিতবেই।
আমরা আবারও নিত্যনতুন অসুরের সঙ্গে জিতব জিতবই।
তোমাদের নতুনদা
Comments :0