Climate change

আবহাওয়া সমিক্ষায় নাম রয়েছে ভারতের ৯টি রাজ্যের

আন্তর্জাতিক


আবহাওয়া পরিবর্তনের চরম প্রভাব পড়বে বিশ্বের ৫০টি অঞ্চলে। তারমধ্যে রয়েছে ভারতের ৯টি রাজ্য। ক্রস ডিপেন্ডেনসি ইনিশিয়েটিভের প্রকশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারতই একমাত্র দেশ যার সর্বাধিক রাজ্যের নাম উল্লেখ রয়েছে এই সমিক্ষায়। ভারতীয় রাজ্যগুলির মধ্যে আবহাওয়ার পরিবর্তনের সর্বাধিক পরভাব পড়বে আসামে। ২০২২’এ ভয়াবহ বন্যার কবলে পড়ে আসাম। বহু মানুষের যেমন প্রাণনাশ হয়েছে তেমনি বহু মানুষ হারিয়েছে তাদের বাসস্থান ঘর, বাড়ি। ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে বলেই উল্লেখ রয়েছে সমিক্ষায়।


আসামের সঙ্গে রয়েছে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব এবং কেরালা। সমিক্ষা অণুযায়ী ২০৫০’র মধ্যে প্রায় ২,৬০০টি অঞ্চল সবথএকে বেশী দুর্যোগ প্রবন। তবে ভারতের মেট্রো শহর গুলির মধ্যে আবহাওয়া পরিবর্তনের সর্বাধিক প্রভাব পড়বে মুম্বাইতে। তবে ভারতের সঙ্গে এই তালিকায় নাম রয়েছে একাধিক এশিয় শহরের। বেজিং, জাকার্তা, হো-চিমিন সিটি, তাইওয়ান। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ ও খাইবার পাখতুনও রয়েছে এই তালিকায়। ব্রাজিল, লন্ডন, মিলান, নিউ ইয়র্ক, মিউণিখ রয়েছে এই তালিকায়। বন্যা, ঝড়, তাপ-প্রবাহ এই ধরনের প্রকৃতিক দুর্যোগ গুলো এই অঞ্চলগুলোতে ক্রমেই বাড়বে বলে সমিক্ষায় উল্লেখ রয়েছে। তবে তালিকায় নাম নেই এমন জায়গায় প্রাকৃতিক বিপর্যয় বাড়বে না এমনটাও নয়। সুতরাং পরিবেশ রক্ষার্থে প্রত্যেকটি দেশের সরকারকে আরও উদ্যোগি হতে হবে বলেই সমিক্ষায় বলা হয়েছে।

Comments :0

Login to leave a comment