Mumbai Blast 26/11

ভারতে আসতে চান না মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত

জাতীয় আন্তর্জাতিক

ভারতে ফিরতে চান না ২৬/১১’র ঘটনার মূল অভিযুক্ত তাহাউড় রানা। মার্কিন প্রশাসন তাকে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো শুরু হয়েছে আলোচনা। এই পরিস্থিতি রানা মার্কিন আদালতের কাছে আবেদন জানিয়েছে এই সিদ্ধান্ত স্থগিদ করার। আদালেত রানা যেই আবেদন জানিয়েছে তাতে তিনি উল্লেখ করেছেন যে ভারতে তাকে পাঠানো হলে সেখানে তার প্রাণ সংশয় হতে পারে। নিজের একাধিক শারিরীক সমস্যার কথাও তিনি আবেদনে উল্লেখ করেছেন। 
২০০৮ এর মুম্বাই হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত রানা। এই ঘটনার মূলচক্রি ডেভিড কোলম্যান হেডলির অন্যতম সঙ্গী হাতাউড় রানা। হেডলি মার্কিন আদালেত জানান ২০০৭ থেকে ২০০৮ এর মধ্যে পাঁচ বার ভারত সফর করেছিলেন। 
প্রধানমন্ত্রী মার্কিন সফরের সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ঘোষনা করেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন