North Bengal Floods

ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, কাঠগড়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত

রাজ্য জেলা

ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে। ছবি কৌশিক দাম

বন্যা পরিস্থিতির মধ্যেই ত্রাণ বন্টন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হল ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না, এই অভিযোগে সোমবার রাতে পঞ্চায়েত দফতরের সামনে তীব্র বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা।
​বিক্ষোভকারীদের মূল অভিযোগ, সরকারের তরফে পাঠানো ত্রিপল সহ অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। তাদের দাবি, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি এই সামগ্রীগুলি অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভ চলাকালীন 'ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই' স্লোগানে সরব হন তারা। বিক্ষোভকারীরা স্পষ্ট জানান, "সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।" তারা এই গুরুতর অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন।
​অন্যদিকে, গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "এই মুহূর্তে ত্রাণ নিয়ে রাজনীতি করার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসনের কাছ থেকে যত সামগ্রী আমরা পেয়েছি, সবই নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে।"
​বিক্ষোভের জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনও এই গোটা ঘটনার উপর নজর রাখছে বলে সূত্রের খবর।

Comments :0

Login to leave a comment