delhi ola uber

দিল্লিতে বন্ধ হতে চলেছে বাইক ট্যাক্সি

জাতীয়

অবিলম্বে ওলা, উবর, র‌্যাপিডোর মতো বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ করতে চলেছে দিল্লি। একটি নোটিশে দিল্লি পরিবহণ দপ্তর জানিয়েছে নন-ট্রান্সপোর্ট (প্রাইভেট) রেজিস্ট্রেশন চিহ্ন/নম্বর সহ দুই চাকার গাড়ির যাত্রীদের বহন করার জন্য ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ব্যক্তিগত যানবাহনকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে যা মোটর ভেহিকেল আইন ১৯৮৮ লঙ্ঘন করে। 

এই পদক্ষেপ অনেক গ্রাহকদের প্রভাবিত করবে যারা ওলা, উবার এবং র‌্যাপিডোর মতো সংস্থার দুই-চাকার বাইক ট্যাক্সি পরিষেবার উপর নির্ভরশীল। দিল্লির ট্রাফিকের মধ্যে বাইক বেশি চলার কারণে অনেকেই এই সাশ্রয়ী পরিবহণ পরিষেবা পছন্দ করেন।
তবে কিছু অ্যাপ এখনও বাইক ট্যাক্সি পরিষেবা দিচ্ছে। ক্যাব সংস্থাগুলি এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি এই বিষয়ে।

Comments :0

Login to leave a comment