POETRY — BIKASHKALI POLLY | NATUNPATA — 20 APRIL 2024

কবিতা — বিকাশকলি পোল্যে | ফল বেরনোর পরে — মুক্তধারা | ২০ এপ্রিল ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  BIKASHKALI POLLY   NATUNPATA    20 APRIL 2024
কবিতা
ফল বেরনোর পরে
বিকাশকলি পোল্যে
মুক্তধারা
 
 
হাড় হিম আশঙ্কায় 
টানটান উত্তেজনায় 
প্রহর গুনছে সকলেই 
কি হয়! কি হয়!
 
শান্তির নিশ্চিন্ত বাতাবরণ 
নাকি নৈরাজ্যের নিকষ কাল অন্ধকার 
অথবা নেই রাজ্যের নিরুঙ্কুশ নির্লিপ্ততা। 
খুন, ধর্ষন, লুণ্ঠন 
আরো কত শিল্প 
দেখেছে মানুষ এবং পুলিশ। 
ঝাঁ চকচকে রাস্তা আর 
আলো ঝলমলে রাতের গভীরে 
কেঁদে মরে কামদুনি, নির্ভয়া।
 
ফল বেরনোর পরে 
একইভাবে শুরু হয়ে যায় 
আমাদের অনাদরক্লিষ্ট জীবনের 
নিত্যযাপিত ঘর্মাক্ত পুনারাবৃত্তি।
 

Comments :0

Login to leave a comment