কবিতা | নতুনপাতা
ঘুড়ির জগৎ
দীপঙ্কর গোস্বামী
একটা ঘুড়ি হাহা হেসে
রোদের সাথে খেলে,
আকাশে দেয় ঝলমল ঝল
রঙের বাহার মেলে।
আরেক ঘুড়ির তাড়া বড়
তড়বড়িয়ে বাড়ে,
দেখে না সে ডাইনে-বামে
আছে কী চারধারে!
উদাসী ঘুড়ি উদাস হয়ে
চুপটি থাকে স্থির,
যায় সরে সে এলে কাছে
বেশি ঘুড়ির ভিড়।
এরই মাঝে দুষ্টু ঘুড়ি
বটে রে মস্তান,
ঝাঁপিয়ে পড়ে নেয় সে কেড়ে
অন্য ঘুড়ির প্রাণ।
কেটে যাওয়া ঘুড়িগুলো
কেটে প্যাচের ফাঁদে,
নিরুদ্দেশের যাত্রাপথে
ভেসে ভেসে কাঁদে!
আকাশ তখন দিশেহারা;
বলে কেমন খেলা?
এর তরে কি বুক পেতেছি,
বসতে ঘুড়ির মেলা ?
ঘুড়ি, ঘুড়ি, ঘুড়ি -
তোরাও কেন এমন?
কান্না-হাসির দোলায় রোজ
ভুগছে মানুষ যেমন !
উড়ছে ঘুড়ি, ভাসছে ঘুড়ি,
দাঁড়িয়ে ঘুড়ি ওই;
বলল তারা সমস্বরে
"আমরা জড় নই!”
Comments :0