POETRY — GOURI SENGUPTA | HEY KABINRA — MUKTADHARA | 11 MAY 2024

কবিতা — গৌরী সেনগুপ্ত | হে কবীন্দ্র — মুক্তধারা — ১১ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   GOURI SENGUPTA  HEY KABINRA  MUKTADHARA  11 MAY 2024

কবিতা

হে কবীন্দ্র
গৌরী সেনগুপ্ত

মুক্তধারা


সময় এসেছে সময়ের ঘাড়ে চেপে
অনর্থ এসেছে বিপুল উচ্ছ্বাসে
অমানবিকতা প্রতিটা পদক্ষেপে
চেয়ে দেখ কবি করুণাধারায় এসে ।

মানুষের স্পর্শ থেকে দূরে থাকে কোন ভগবান
দুর্ভিক্ষের দ্বারে বসে কাঁদছে খিদেয় শ্রীরাম
ধূলায় লুটিয়ে পড়ে রামের হাতের নিড়ান
তৃষ্ণায় দগ্ধ সে কিষানের কঠিন সংগ্রাম ।

বলতো কবি কেন এত বিদ্বেষ
কোন ক্রোধে বল জীবনের অবহেলা 
এ ক্রোধের জ্বালা নেই কোন অবশেষ
মানুষকে তুচ্ছ করে এ কোন পূজার খেলা ।

ধর্মে আজ গড়ে দেয় অচলায়তন
যে ধর্ম গড়েছে ভেদাভেদ সৃষ্টি
প্রত্যাশায় ছিলে চির শান্তিনিকেতন 
চেয়েছিলে এদেশে ঐক্য সম্প্রীতি ।

Comments :0

Login to leave a comment