POETRY — GOURI SENGUPTA | KARL MARX — MUKTADHARA | 5 MAY 2024

কবিতা — গৌরী সেনগুপ্ত | স্থপতি — মুক্তধারা | ৫ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  GOURI SENGUPTA  KARL MARX  MUKTADHARA  5 MAY 2024

কবিতা 

স্থপতি
গৌরী সেনগুপ্ত

মুক্তধারা

বর্বর আদিম যন্ত্রণা মুক্ত হতে চায় বারবার
বারবার অন্ধকার গর্ভচ্ছেদ করে
নিয়ত মাথা কুটে যায় বিপন্ন দেয়ালে
এ আমার দেশ নয় , এ নয় আমার জন্মভিটা
এ অশ্লেষ থেকে জীবনকে মুক্ত করো 
হে মহামানব
একটানা সূর্যহীন ভয়ানক গন্ধ
অনিবার্য আক্রমণে প্রাত্যহিক শমন
এ নিশ্বাসে বাতাস চাই
চাই দ্রবীভূত ঐক্য ।

শোনো সেই রণধ্বনি 
“ দুনিয়ার মজদুর এক হও “
হাতিয়ার তোলো যেখানে কোনো অবক্ষয়ে আপস নেই
যে লড়াইয়ে শোষণের
লিপ্সা ঝেড়ে ফেলতে হয়
যে অন্ধকারে নিজেদের সঁপে দিতে হয় না
হাতিয়ার তোলো 
ভৌতিক শক্তিকে উৎখাত করো
উৎখাত করো দাসে পরিণত ক্লীবকে
যে শয়তান আসছে পেছনে হাঁসফাঁস করে
তাকে উৎখাত করো  ।

এই মুমূর্ষু পলে স্মরণ করো
সেই আশ্বাস
ধর্ষকাম দুনিয়ার বুকে সেই আওয়াজ
আমরা আছি অটল সংগ্রামের ঐক্যে
স্পর্ধার মেরুদণ্ড থেকে আগামীর স্বপ্ন বিকশিত হোক
আমি শক্তমুঠিতে দাঁড়িয়ে আছি উষ্ণ যুবশক্তির বিশ্বাস
আমি কার্ল মার্কস ।

Comments :0

Login to leave a comment