POETRY / MUKTADHARA — KILLED GANDHI / SOURAV DUTTA — 30 JANUARY 2024

কবিতা / মুক্তধারা — মহাত্মা তোমাকে লিখছি / সৌরভ দত্ত — ৩০ জানুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  MUKTADHARA  KILLED GANDHI  SOURAV DUTTA   30 JANUARY 2024

কবিতা  

মুক্তধারা

মহাত্মা তোমাকে লিখছি

সৌরভ দত্ত

তোমার মৃত্যুর পর--
আর কোনো শান্তির হাওয়া বেঁচে নেই
তুমি অহিংস ; সংহত ধ্রুবক
ম্যাক ডোনাল্ডের প্রস্তাবে লেখা--বিভাজন খেলা
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তোমার আমরণ অনশনের আগুন 
আমাদের বুকের ভিতর ধিকিধিকি জ্বলছে

তোমার স্বরাজনীতি 
সবরমতী আশ্রমের গান
সহচর চরকার মুক্তির সুতো হয়ে আজও ঘুরছে

সত্যাগ্রহ; হরিজন 
শব্দগুলো ইদানিং ফাঁকা ফাঁকা লাগে
তবু তুমি স্থির ছিলে--'আপনি আচরি ধর্মে...'

ভ্রাতৃঘাতী দাঙ্গার পটভূমিতে দাঁড়িয়ে--অসহযোগ,খিলাফত
তুমি বলেছিলে--ধর্ম নয়, দেশ...

রাওলাট আইনের প্রতিবাদে
গোটা ভারত দেখল আইন আমান্য 
চৌরিচৌরার ঘটনায় ব্যথিত
তুমি 
হিংসার কাছে মাথা নোয়াওনি  একটুও
ইতিহাস দেখেছে দেশভাগ 
ইতিহাস দেখেছে ধর্মের বুলেটে
ছড়িয়ে পড়ছে তোমার রক্ত...হে, রাম
আমাদের শাশ্বত ভাবনার প্রতীতিতে
মাঝে মাঝে উড়ে আসে 
তোমার মানবতার বাণী--

চোখ বুজলে দেখতে পাই 
সবরমতী আশ্রমে তুমি 
চরকায় সুতো কেটে চলেছো 
পাশে কস্তুরবা...

নেংটি পড়া একটা মানুষ 
হেঁটে চলেছে ডান্ডি অভিযানে
ভারতবর্ষ থেকে আফ্রিকা 
এ হাঁটার শেষ নেই--
কোন এক নক্ষত্রলোকের পথে।

Comments :0

Login to leave a comment