POETRY / MUKTADHARA — MADHUSUDAN / SOURV DUTTA — 25 JANUARY 2024

কবিতা / মুক্তধারা — অযোধ্যা কান্ড (উৎসর্গ: মাইকেল মধুসূদন দত্ত) / সৌরভ দত্ত — ২৫ জানুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  MUKTADHARA  MADHUSUDAN   SOURV DUTTA   25 JANUARY 2024

কবিতা  

মুক্তধারা

অযোধ্যা কান্ড

উৎসর্গ: মাইকেল মধুসূদন দত্ত

সৌরভ  দত্ত

"একি কথা শুনি আজি মন্থরার মুখে,
রঘুরাজ? কিন্তু দাসী নীচকুলোদ্ভবা"
                         -বীরাঙ্গনা(চতুর্থ সর্গ)

সব পিতা দশরথ কুক্ষিগত সুখ
গর্দভের হীনচর্ম; ভরতের কান–
প্রতিবিম্বে ফুটে ওঠে কৈকেয়ীর মুখ
অযোধ্যার কাণ্ডকথা–'শ্রীমধুসূদন'
লালসায় তিলোত্তমা, কূট যৌনদাসী
বিষফুল নিয়ে এল নন্দন কাননে
ভ্রাতৃঘাতী  যুদ্ধ হয়: তক্ষকের হাসি
রামরাজ্য অভিষিক্ত রামের বিহনে!

মগজের ছেঁড়াঘিলু,পড়ে বনপথ...
অনার্যের রক্ত চায় সহসা চাঁড়াল
ধাত্রীমাতা সেজে তুমি–চুরি করো কাল
দশরথ হিরো হয় চড়ে স্বর্গরথ
রাজধর্ম নেই কোথাও; ফুলে ওঠে কুঁজ
প্রান্তরে ছড়ানো বিষ: সময়ের পুঁজ।

Comments :0

Login to leave a comment